নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : নগরীর চাষাঢ়ায় সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টের ম্যানেজারকে গুলি করেছে বাড়ির মালিক আজহার। গতকাল রাত সাড়ে ৯টায় আঙ্গুরা প্লাজার ৬ তলা ভবনের নীচতলায় এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয় রেস্টুরেন্টের মানেজার শফিউর রহমান কাজল।
প্রতক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে রেস্টুরেন্টে ভাড়া টাকা চাইতে আসে আজহার। ওইসময় রেস্টুরেন্টের র্কতৃপক্ষ তাকে জানায় তারা ভাড়া নিয়েছে তারই ভাই আজিজ মিয়ার কাছ থেকে তাই অন্য কাউকে ভাড়া দিবে না। এ নিয়ে বাকবিতন্ডা হলে আজহার ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে উপর থেকে নেমেই গুলি করতে শুরু করে। এতে ম্যানেজার গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। অপরদিকে ওইসময় আজহারকে শান্ত করতে গিয়ে তার মেয়েও আহত হয়।
এ বিষয়ে রেস্টুরেন্টের আরেকজন ম্যানেজার রিপন বলেন, আজহার সাহেব এসেই রেস্টুন্টের দু তলায় যায়। তারপর রেগে চলে যায়। এরপর তার বাসা থেকে নেমে এসে কিছুক্ষণ পর ৭ রাউন্ড গুলি করে। তার সাথে তার মেয়ে, ছেলে ছিল। ওইসময় ম্যানেজার কাজলের উরুতে এবং পেটের এক অংশে গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে।
এদিকে এ ঘটনার পর ১০টা থেকে ঘটনাস্থলে সদর মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দু ঘন্টা পর নামিয়ে এনে আটক দেখানো হয় আজহারকে। এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ চাইলাউ মার্মা বলেন, আজহারকে আটক করা হয়েছে। বন্ধুকটি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।