জাপা নেতা শামীমের জন্য আজমেরী ওসমানের দোয়া কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক ) : অসুস্থ্য নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক নেতা ও ক্যাবল ব্যবসায়ী আলী হায়দার শামীমের জন্য দোয়া কামনা করেছেন আজমেরী ওসমান। গতকাল বাদ এশা আল্লামা ইকবাল রোড জামে মসজিদে তার সুস্থতায় বিশেষ দোয়া করা হয়েছে।

জানা গেছে, গুরুতর অসুস্থ্য হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন আলী হায়দার শামীম। গত ০৫ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার সুস্থতায় কর্মী-সমর্থক ও সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসান তনয় আজমেরী ওসমান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের এমপি নাসিম ওসমানের কর্মী ছিলেন আলী হায়দার শামীম। তার জীবদ্দশায় জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে বর্তমানে রাজনীতিতে সক্রিয়তা না থাকলেও তার গুরু নাসিম ওসমানের পরিবারের সাথেই বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে নিযুক্ত রয়েছেন তিনি।

add-content

আরও খবর

পঠিত