নারায়ণগঞ্জে রেলওয়ের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। ৪ জানুয়ারি বুধবার বেলা ১১টায় শহরের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। এদিন নারায়ণগঞ্জের রেলগেইট এলাকায়ে দোকন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্থাটি। পরে দুপুরে নগীর চাষাঢ়ার বালুরমাঠ পর্যন্ত প্রায় ৭শ মিটার অবৈধভাবে দখল হওয়া জায়গা দখলমুক্ত করা হয়।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এসময় রেললাইনের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর কেউ কেউ আবার দোকানপাট সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আর এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিপুল পরিমাণ লোকজন জড়ো হয় রেললাইনের দুইপাশে।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ গণমাধ্যমকে জানান, মূলত রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া আপনারা অবগত আছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ডাবল লাইন করার প্রকল্প চলমান আছে। সেই প্রকল্পের মালামাল রাখার জন্য আমাদের জায়গার প্রয়োজন, তাই এখানে উচ্ছেদ করা। উচ্ছেদের আগে সবাইকে বার বার জানানো হয়েছে তাদের মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। তারা নিজ উদ্যোগে তা সরিয়ে না নেওয়ায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত