অসহায়দের পাশে সুপ্তি ও সফিকুল দম্পতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : তল্লায় সুপ্তি ও সফিকুল দম্পতির উদ্যোগে অসহায় ও দু:স্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরশেনের ১১নং ওর্য়াড এবং ফতুল্লা ইউনিয়েনর ৭,৮,৯ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় ৫০ টি পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে।

বিতরণকালে সুপ্তি সফিকুল দম্পতি বলেন, আমরা সবসময়ই চেষ্টা করি অসহায় মানুষগুলোর পাশে দাড়াতে। সকলকেই আহ্বান করবো যাদের দেয়ার মসত সার্মথ্য আছে, তারা যেন এভাবেই সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। আমরা ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন মোল্লাসহ মুক্তিযোদ্ধা সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্মসহ আরো অনেকেই।

add-content

আরও খবর

পঠিত