নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় মামুন হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জয় দাস (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযনি চালিয়ে ওই এজাহারভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয় দাস ফতুল্লার ইসদাইর এলাকার মৃতৃ সুমনের ছেলে। সে মামুন হত্যা কান্ডের ঘটনায় ১৪নং এজাহারভূক্ত আসামী বলে জানা যায়।
ফতুল্লা মডেল থানার এস আই হুমায়ুন কবির-২ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে জয় দাস নামে এক যুবককে গেস্খফতার করা হয়। গ্রেফতারকৃত জয় দাস হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামী।
প্রসঙ্গত, গত সোমবার বিকালে স্থানীয় নূরনবীর গ্রুপ সাইফুল, পায়েল ও জয়ের ওপর হামলা চালান। হামলার পরে সন্ধ্যায় নূর নবী ও মামুন একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময় সাইফুল, পায়েল ও জয়ের গ্রুপ এসে পাল্টা হামলা করে। মারামারির একপর্যায়ে উভয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হযেছে।