ফতুল্লায় অপহরণের ৯ দিন পরও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় পঞ্চম শ্রেনীর ছাত্রী (১২) কে অপহরণের ঘটনার মামলায় শরিফ (২৪) নামক এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর রবিবার দুপুরে তাকে পাগলা মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে অপহরণে অভিযুক্তকে গ্রেফতার করলেও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন কে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন পাগলা মুসলিম পাড়ার মহিউদ্দিনের পুত্র আসিফ (২০) মেয়ে নুপুর (২৩) ও গ্রেফতারকৃত শরিফ।

মামলায় উল্লেখ করা হয়েছে, অপহৃতা স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেনীতে পড়ালেখা করতো। স্কুলে যাতায়াতের পথে প্রতিদিন বিরক্ত করতো বখাটে আসিফ। গত ১৭ ডিসেম্বর বিকাল ৫ টার দিকে অপহৃত স্কুল ছাত্রী বাসার সামনে পাগলা মুসলিমপাড়াস্থ লাইব্রেরী থেকে খাতা-কলম ক্রয় করার জন্য গেলে অভিযুক্তরা একটি অজ্ঞাত সিএনজিতে করে জোড়পূর্বক তুলে নিয়ে অজ্ঞাতনামা স্থানে চলে যায়। মামলার

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী শরিফকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত অপর আসামীর গ্রেফতারসহ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেস্টা অব্যাহত রয়েছে।

add-content

আরও খবর

পঠিত