নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে দিন দুপুরে খেলার মাঠের সামনে ফেরি করে গাঁজা বিক্রি সময় ৪শ গ্রাম গাঁজাসহ সদর ও ফতুল্লার এলাকার ২ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম বাদী হয়ে গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ৩৫(১২)২২।
এর আগে গত ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বন্দর ঐতিহ্যবাহী সিরাজদৌল্লা ক্লাব মাঠের সামনে থেকে গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো : নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে গাঁজা বিক্রেতা অন্তর (২২) ও ফতুল্লা থানার লামাপাড়া এলাকার মৃত মাহতাব মিয়ার ছেলে তুহিন (২৩)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অন্তর ও তুহিন দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে পায়ে হেঁটে ফেরি করে গাঁজা বিক্রি করে আসছিল। বন্দর ফাঁড়ী এসআই নাহিদ মাছুমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর সিরাজদৌল্লা ক্লাব মাঠের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃতদের ওই মাদক মামলায় ২১ ডিসেম্বর বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।