নারায়ণগঞ্জে জাপা নেতা আল জয়নালের বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : বাক প্রতিবন্ধী ওমর ফারুক নোভেলের পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে এবং তার নিরাপত্তার জন্য জাতীয় পার্টি নেতা আল জয়নালের দেয়া ১৮টি মামলার হয়ারনী থেকে মুক্তি পেতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবরে সামনে বধির উন্নয়ন সংস্থ্যার ব্যানারে নুরুজ্জামান বাবুর সভাপতিত্বে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, আল-জয়নালের সন্ত্রাসী বাহিনী দুদিন পর পর ওমর ফারুকের স্ত্রী ও মা-বোনদের উপর হামলা করে। আজকে নিরীহ মানুষদের জায়গা দখল করে অট্টালিকা গড়ে হাজার কোটি টাকার মালিক হবেন। আর আমরা পৈতৃক বাড়ি থেকে বঞ্চিত হবো, এটার সুযোগ নাই।

আরো বলেন, বধির সংস্থার সদস্য ওমর ফারুকের পৈতৃক বাড়িতে উপর জোরপূর্বক দখলের উদ্দেশ্য ভাংচুর, লুটপাট ও হামলা করেছে আল-জয়নাল। এই অসহায় প্রতিবন্ধির বাড়ির উপর আল-জয়নালের কুদৃষ্টি পরেছে। এখন মামলা করে হয়রানী করছে।

add-content

আরও খবর

পঠিত