ফতুল্লায় চোরাই তেলে ২০০ টাকার উৎকোচ, ব্যবস্থা নিবেন ওসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা) : নারায়নগঞ্জ-ঢাকা পুরাতন সড়কের ফতুল্লার দাপা বালুর ঘাট এলালায় রাস্তার উপরে প্রকাশ্যে সংঘবদ্ধ একটি চক্র প্রতিদিন বিভিন্ন জ্বালানি তেলবাহী পরিবহন থেকে চুরি করছে হাজার হাজার লিটার জ্বালানী তেল। সরজমিনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে গিয়ে দেখা যায়, রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল একটি যমুনা ডিপোর গাড়ি৷ পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে ডেকে চালক বললেন, তাড়াতাড়ি কর, আজকে ১০ লিটার দেওয়া যাবে। চালকটির কথা শুনে ছেলেটি গাড়ির তেলের ট্যাংকে একটি রবারের নল টেনে রাস্তার পাশে রাখা আরেকটি ড্রামের ভেতর দ্রুত চালান করে দেয় প্রায় ১০ লিটার তেল৷

এ সময় এই প্রতিবেদককে দেখে ফেললে এবং তেল নেওয়া শেষ হলে চালক দ্রুত টাকা নিয়ে ঢাকার দিকে চলে যায়। এভাবেই সংঘবদ্ধ চক্রটি সরকারি, বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন গাড়ী থেকে হাজার হাজার লিটার জ্বালানী তেল সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করছে। খোঁজ নিয়ে জানা গেছে, বছরের পর বছর ধরে চক্রটি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দিনরাত ২৪ ঘন্টায় এই অবৈধ কারবারটি নির্বিঘেœ করে আসছে।

অনুসন্ধানে জানা যায়, গাড়ির চালকেরা মূলত এই তেল চুরির সঙ্গে জড়িত ৷ প্রতিদিন হাজার হাজার লিটার তেল তারা প্রায় অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছে ৷ আর পরবর্তী তা কালোবাজরে বিক্রি হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তেলের দোকানটি পরিচালনা করেন ফতুল্লার দাপা বালুরঘাট এলাকার জাহিদ ও সিফাত নামের দুই ব্যক্তি৷ এদিকে তাদের তেল ক্রয় বিক্রয়ের খাতায় দেখা যাচ্ছে প্রতিদিন স্থানীয় প্রশাসনকে ২০০ টাকা করে দেওয়া হচ্ছে৷

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রেজাউল হক দিপু জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই ৷ তবে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত