নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি বাবু চন্দনশীল বলেছেন, শিক্ষার্থীদের সংস্কৃতমনা করার লক্ষ্যে বই পড়ার বিকল্প নেই। মহামারী করোনাকালীন বন্দি সময়ে শিক্ষার্থীরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। ১৬ই নভেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে শ্রাবন প্রকাশনীর বইবাড়ির বই গাড়ির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এরআগে ফিতা কেটে শ্রাবন প্রকাশনীর বইবাড়ির বই গাড়ির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে বই দেখছে এবং নিজ পছন্দের বই ক্রয় করতে দেখা যায়।
বাবু চন্দনশীল বলেন, আমরা চাই শিশুরা বইয়ের প্রতি আকৃষ্ট হউক। তাই বিদ্যালয়ের লাইব্রেরীর পাশাপাশি শিক্ষার্থীরা যাতে স্বল্প মূল্যে বই কিনে নিতে পারে সেই আগ্রহ জাগাতে আমাদের আজকের এই বইবাড়ির বই গাড়িকে আমন্ত্রন। এসময় উপস্থিত ছিলেন রবিন আহসান শ্রাবন প্রকাশনীর প্রকাশক ও বইবাড়ির সত্বাধিকারী এবং বিদ্যালয়ের অধ্যক্ষ সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।