বিতর্কে চ্যাম্পিয়ন আইডিয়াল স্কুল, রানার্সআপ বেগম রোকেয়া স্কুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বি.এফ.এফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক ২০২২ উৎসব অনুষ্ঠানে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন আমলাপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন মাসদাইর এলাকায় অবস্থিত বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়। ১২ নভেম্বর শনিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের লাইব্রেরী মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশ নারায়ণগঞ্জ এর আয়োজনে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের মেজবাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের চেয়ারম্যান কাশেম জামাল। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি এড. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সংগঠনির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন লেখক ও সাংবাদিক শরিফুদ্দিন সবুজ ও জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চ এর যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার।

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক কাজী আমির হোসেন রবিন, সোনারগাঁও উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন রতন, সোনারগাঁও উপজেলা ডেইলী অবজার্ভারের প্রতিনিধি মাহমুদ হাসান রিপন, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল পরিচালনা পরিষদের সদস্য লিয়াকত আলী, সমকাল সুহৃদ সমাবেশের যুগ্ম সম্পাদক হযরত আলী সবুজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিলট, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এর শিক্ষক ফ্লোরা হায়দার ও মো. বাসেদ। মর্গ্যান হাই স্কুল এন্ড কলেজ এর জোবায়েদ হাসান, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসিফ আহমেদ সুমন, আই.ই.টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় পাল, বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঝর্ণা আক্তার, সমকাল সুহৃদ সমাবেশের শেখ রাব্বি আহমেদ বাধন, শেখ জান্নাতুল রাইয়ান, অনাবিলসহ প্রমুখ।

এদিকে, জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, মর্গ্যান হাই স্কুল এন্ড কলেজ, বিদ্যা নিকেতন হাই স্কুল, মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আ.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত