নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের কর ও তথ্য সেবা দিতে মাস ব্যাপি শুরু হয়েছে কর মেলা। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন তাদের নিজ কার্যলয় এই মেলা আয়োজন করা হয়েছে। মেলটি চলবে এ মাসের ৩০ তারিখ পর্যন্ত।
এসময় উপস্থিত থেকে আয়কর তথ্য-সেবা কেন্দ্রে শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ কর অঞ্চল কমিশনার অনিমেষ রায়। তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে আয়কর তথ্য-সেবা মাস ২০২২ এ আন্তরিকভাবে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। মেলায় জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা মোতাবেক আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তিস্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষে এই মেলাটি যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১ ভূবন মোহন ত্রিপুরা, যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-২ জনাব মোঃ নাসেরুজ্জামন, পরিদর্শী রেঞ্জ-৩, কাজী আবু মাহমুদ ফয়সাল, পরিদর্শী রেঞ্জ-৪, মিজ্ চাঁদ সুলতানা চৌধুরানীসহ উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক), নারায়ণগঞ্জের কর অঞ্চল- সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি ননী গোপাল দাস সহ অন্যান্য কর আইনজীবীবৃন্দ এবং করদাতাগণ। ।
উল্লেখ্য, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় বিদ্যমান আয়কর অফিসসমূহে আয়কর তথ্য-সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।