মাদক আইন সংশোধন করা জরুরী : মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, মাদকের সাথে অর্থ জড়িয়ে আছে তাই মাদক নিয়ন্ত্রণ অনেক বড় সমস্যা। তার উপর আইনও দূর্বল। অনেক সময় দেখা যায়, পুলিশ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে। কিন্তু মাত্র ৪ থেকে ৫ দিন পরেই ছাড়া পেয়ে গেছে। এখানে পুলিশেরও কিছু করার থাকে না। মাদক আইন সংশোধন করা জরুরী। মাদক নিয়ন্ত্রণের আইনও যদি কঠোর করা হয়, তাহলে নারী নির্যাতনের মতোই এই অপরাধ কমিয়ে আনা সম্ভব। ২৯ অক্টোবর শনিবার দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী গাজী বলেন, কোন একটি ঘটনা ঘটলে পুলিশ খবর পাবে, তারপর আসবে এটাই স্বাভাবিক। কিন্তু বাল্য বিবাহসহ সামাজিক কিছু অপরাধ আছে, এ গুলো ঘটে গেলে পুলিশ গিয়ে কোন লাভ হয় না। তাই ঘটনার আগেই নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়। আর এটা সম্ভব একমাত্র কমিউনিটি পুলিশিং সদস্যদের মাধ্যমে। তাই কমিউনিটি পুলিশিং অনেক গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সাথে পুলিশের যে সেতু বন্ধু হয়েছে। এটা সম্ভব হয়েছে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। কমেছে বাল্য বিবাহ, নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ। এখানে কমিউনিটি পুলিশিং মেম্বারদের দায়িত্ব হচ্ছে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করা। এ প্রক্রিয়া চালু থাকলে অপরাধ দমন সম্ভব হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রবীর কুমার সাহা, র‍্যাব-১১ অধিনায়ক (সিইও) তানভীর মাহমুদ পাশা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি ডা. শাহ নেওয়াজ চৌধুরী, কমিউনিটি পুলিশং জেলা কমিটির সহ সভাপতি কাওসার আহাম্মেদ পলাশ, অফিস সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা কমিউনিটি পুলিশিং সভাপতি মোস্তফা কামাল, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. মাহাবুব রহমান বাবুল, শিপন সরকার সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত