নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : র্যাব ফোর্সেস এর মহাপরিচালক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপারেশন) এম খুরশীদ হোসেন বলেছেন, র্যাব হবে মানুষের আস্থার প্রতীক ও অপশক্তির জন্য আতংক এমন প্রতিশ্রুতি দিয়ে মাদক কারবারিদের হুশিয়ারী দিয়ে জানান, যারা মাদক বহন করে কিংবা সেবন করে আমরা শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধ নয়, আমরা সিন্ডিকেট পরিচালনাকারী ও মূল হোতাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। তাই ইতমধ্যে ডোপ টেস্ট শুরু করেছি। অনেক সরকারী বিভাগের কর্মককর্তা ও শিক্ষক পর্যন্ত এখন মাদকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এটি খুবই দু:খজনক।
বুধবার (২৬ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীণ আদমজী এলাকায় র্যাবের সদর দপ্তরে মাদক ধ্বংসকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন ।এসময় এযাবৎকালে র্যাবের অভিযানে সবচেয়ে বড় চালান ঢাকা-চট্টগ্রাম মহসড়ক থেকে উদ্ধার হওয়া প্রায় ৩৭ হাজার বিদেশী মদের বোতল বিজ্ঞ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, বিচ্ছিন্নবাধী কিছূ সংগঠন আছে যারা দুর্গম পাহাড়ে আশ্রয় নিয়েছে। যৌথ অভিযানে তাদের কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। তারা এখন বিভক্ত। তাই এ নিয়ে অস্থিতিশীল অবস্থার কিছু নেই। আর অভিযান অব্যাহত রয়েছে আতংকিত হওয়ারও কিছু নেই।
গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের লেখনির মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। কুমিল্লার নিখোঁজের বিষয়টিও আমরা গোয়েন্দা দিয়ে তদন্ত করে জানতে পারি। কিছু যুবকের ব্রেন ওয়াশ করে বিচ্ছিন্ন সংগঠনে নেয়ার চেষ্টা হেয়েছিল। তাই আপনাদের সহযোগীতা কামনা করছি। আর যে কোন বিষয় আপনাদের জানাবো। কারণ আপনাদের কাছে কোন কিছু লুকিয়ে লাভ নেই। তাহলে দেশবাসী কিভাবে জানবে আর যুবকরা কিভাবে সচেতন হবে। সময়মত সবকিছুই প্রক্রিয়া শেষ হলে জানানো হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.শামসুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মোহসিন, র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ উর্ধ্বতন কর্মকর্তারা।