নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দীর্ঘ ২৫ পর অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামলীগের সম্মেলন। সে সম্মেলনকে ঘিরে ব্যপক প্রস্তুতী নিয়েছে নেতাকর্মীরা। তাই দলের স্বার্থে নেতাকর্মীদের উজ্জীবিত করতে বসে থাকেননি বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। ভিআইপি সকল সুবিধাকে নিজ ইচ্ছায় পরিত্যাগ করে সাধারণ মানুষের মতই রূপগঞ্জ থেকে সকল নেতাকর্মীদের সাথে রাজপথে নেমে পড়েছেন তিনি।
জানা গেছে, সার্কিট হাউজে ভিআইপি অতিথেয়তা গ্রহণ না করে কর্মীদের সাথে জাহাজে করে পায়ে হেটে সম্মেলনে অংশ নেন গোলাম দস্তগীর গাজী । এসময় তার সাথে বিশাল মিছিলে ছির প্রায় ১০ হাজার লোকের সমাগম। মিছিলটিতে শোভা পাচ্ছিল নীল ও কমলা রংয়ের টি-শার্ট পরিহিত কর্মীসর্মথক। যাদেরকে উজ্জীবিত করে রাখতেই নানা আয়োজনে কমীদের সাথে করে রাজপথে মিছিলেও অংশ নেন তিনি।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছে, অনেকটা ঠান্ডা ও পরিশ্রমী এই নেতা প্রায়শই মাঠে ময়দানে কর্মীদের নিয়ে কাজ করে থাকেন। তাই তার রয়েছে ভালবাসার বিশাল কর্মী সমর্থক। রূপগঞ্জ থেকে ৪ তলা বিশিষ্ট ৩ টি জাহাজে করে দলীয় নেতাকর্মীরা যায়। কর্মীদের সাথে পায়ে হেঁটে নিজের অবস্থানের জানান দেন মন্ত্রী। জাহাজের ভিতরে খাবারের ব্যবস্থা ছিলো, ব্যবস্থা ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের।