খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে : ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ বার্তা ২ ৪ ( নিজস্ব প্রতিবেদক ) : খেলা হবে। এবার খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে এমন মন্তব্য করে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে যোগ্য, শেখ হসিনার চেয়ে ভালো মানুষ, সৎ মানুষ রাজনীতিতে নেই। তার কোন ভুল নাই। বর্তমানে বৈশ্মিক সমস্যা চলছে। আমরাও ভালো নাই। রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভোট চুরি ও ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, লাখ লোক আপনাদের সঙ্গে নেই। আমাদের সঙ্গে আছে। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন ভুলে যান। এ লাখ লাখ লোক নিয়েই খেলা হবে। ডিসেম্বরে বিজয়ের মাস। জনতার বিজয়ের জয়োধ্বনি শুনতে পারবেন। ডিসেম্বেরে খেলা হবে।

তিনি বলেন, আমার ভালো লাগছে। শামীম ওসমান ফাইটার পলিটিশিয়ান। তার সঙ্গে নারায়ণগঞ্জের পরপর তিনবার নির্বাচিত মেয়র। তাদের একই মঞ্চে দেখছি। আমার আসা সার্থক হয়েছে। নারায়ণগঞ্জের শক্তি এরা। আগামীতে কঠিন দিন আসছে।

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পূণরায় বহাল রেখে কমিটি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কমিটি একটা হবে। নতুন নেতা আসতে দেন। বসন্তের কোকিল আছে দুঃসময়ের লোক নেই। কিছু মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না। আর কত টাকা দরকার। মানুষ সব লক্ষ্য করে। কে কি করে তা শেখ হাসিনাও জানে। পদ বাণিজ্যের কথা যেন না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন তা চলবে না। এবার তদন্ত করে খোঁজ খবর নেব। পয়সা খেয়ে কমিটি করা লোকদের আমাদের প্রয়োজন নেই। ভালো হয়ে যান, নিজেদের সংশোধন করুন। যারা এখন ভিড় করে দুঃসময়ে তাদের পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুজে পাওয়া যাবে না। এমন নেতাদের কী আমাদের দরকার আছে? দরকার নেই। কমিটি নিয়ে কোন ভাগাভাগি করবেন না।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলে সঞ্চালনা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভি ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।

এদিকে দীর্ঘ ২৫ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ছিল ব্যপক আয়োজন। বিশাল সমাবেশে অংশ গ্রহন করতে পেরে নেতাকর্মীরা ছিল উচ্ছসিত।অন্যদিকে সম্মেলনের মাধ্যমে আগের কমিটিকে দায়িত্ব দেয়ায় দলের সভানেত্রী ও প্রথানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে, কাউয়া হাইব্রিডদের পরিত্যাগ করার কথা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

add-content

আরও খবর

পঠিত