নারায়ণগঞ্জ রাজধানী হবে : এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বিশেষ প্রতিবেদক) : খুব শিঘ্রই নারায়ণগঞ্জ রাজধানীর আদলে পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে গতিশীল উন্নয়ন হচ্ছে। ইউনিভার্সিটি, মেডিক্যাল কলেজসহ নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জ মোক্তারপুর পর্যন্ত ২৬শ’ কোটি টাকা ব্যায়ে ডাবল লাইনের ফ্লাইওভার ব্রীজের কাজ চলমান রয়েছে। এ কাজগুলো হলে আমরা ঢাকাকে বলবো, আপনারা এসে দেখে যান। আমরা কারা? তখন ঢাকা ইজ নট ক্যাপিটাল(রাজধানী),  নারায়ণগঞ্জ ক্যাপিটাল (রাজধানী) হবে । বৃহস্পতিবার (০৬ অক্টোবর)  বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু উদ্বোধনের প্রস্তুতীমূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে উন্নয়নে অনেক অবদান রেখেছে সড়ক ও সেতু বিভাগ। এ জেলার প্রতি নেত্রী সুনজর রাখেন। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা, আমি আওয়ামী লীগের এমপি হিসেবে না, আমি নারায়ণগঞ্জের বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো কাজ করার জন্য যেমন মানুষ আছে, খারাপ করার জন্যও মানুষ আছে। আপনারা সকলে কাজ করে যান। প্রধানমন্ত্রীর কাছে কোন অভিযোগ করতে চাইনা। সকলের দায়িত্ব নিতে হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেল সুপার মোহাম্মদ মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ  চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল।

এসময় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, চিন্তার কোন কারণ নাই। ওই আসনে যেহেতু শামীম মামা ছাত্র জীবন থেকে দেখা শোনা করেন। ওইখানে আমাদের নেত্রীকে এনে অনেক প্রোগামও করেছেন। শুধু আপনার রুটিন ওর্য়াক ঠিক রাখলেই সব সমাধান হবে।আশা করি যে উন্নয়নের ধারাবাহিকতা বইছে আরো বেগবান হবে।

প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ১০ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটির নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতু। ইতমধ্যে ব্রীজের সকল কাজ সম্পন্ন। বাকি সল্প কিছু সড়কের কাজ থাকতে পারে সেগুলো উদ্বোধনের পরও চলমান থাকবে। এটি  হলে মানুষের জন্য চলাচলে অনেক সুবিধা হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, উপসচিব মো. মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক মোসম্মৎ রহিমা আক্তার, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাত ফেরদৌস, বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিএম কুদরত-এ-খুদা সহ অন্যান্য কর্মকর্তারা।

add-content

আরও খবর

পঠিত