মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে নগরীতে র‌্যালী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে নগরীতে স্বাগত র্যালী বের হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর বিশাল র্যালী করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। এ সময়ে ডিআইটি এলাকা থেকে শুরু হয়ে চাষাড়া হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও ডিআইটি এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. টিপু, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, মহানগরের সভাপতি নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেসুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সেক্রেটারী মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মো. মূসা, মাওলানা মাইনুল হাসান, নিজাম উদ্দিন প্রধান, ওসমান গনি, মাওলানা ইকরাম হোসেন খান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা জাকারিয়া হোসাইন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কাসেম রেজা, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম ফারুকী, গোলাম পাঞ্জেতন সহ আরও অনেকে।

add-content

আরও খবর

পঠিত