নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ। জব্দ করা হয়েছে বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল বাসস্ট্যান্ড ও মুসাপুর ইউনিয়নের মালিবাগ এলাকার এই অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি).সুরাইয়া ইয়াসমিন। সাথে ছিলেন তিতাসের উর্ধতন কর্মকর্তারাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। এসময় দুইটি স্পটে ৫ কিলোমিটার এলাকা বিস্তৃত ৫ হাজার বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উচ্চ চাপসম্পন্ন বানিজ্যিক সংযোগ থেকে প্রায় প্রতিটি বাসা বাড়িতেই নেয়া হয়েছে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ।
তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপব্যবহার রোধ করতে আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিতাস কর্মকর্তাদের দাবি, এই অবৈধ সংযোগের পেছনে রয়েছেন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা। যে কারণে বার বার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও আবার নেয়া হচ্ছে।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, অবৈধ সংযোগ প্রদানকারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি মামলাও করেছি। তিনি বলেন, পর্যায়ক্রমে আমরা সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করব। কাউকে ছাড় দেব না।