সোনারগাঁয়ে জাপা ঠেকাতে একট্টা আওয়ামী লীগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : সোনারগাঁয়ে জাতীয় পার্টির সংসদীয় আসন ঠেকাতে একট্টা হয়েছে উপজেলা আওয়ামীলীগ। টানা এক যুগ ধরে ক্ষমতায় রয়েছে দলটি। তবে এখন ৭৩ বছরের প্রাচীন এই দলটি উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বন্দ্বে জাপার কাছে যেন পরাস্ত হয়ে গেছেন। এমনটাই মন্তব্য করছেন সোনারগাঁয়ে আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মী।

জানা গেছে, বর্তমানে দল ক্ষমতায় আওয়ামী লীগ হলেও সোনারগাঁয়ে একাধিকবার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে দলটির নৌকা প্রতীক প্রত্যাশীত প্রার্থীরা। কখনো মহাজোটের সমর্থণে, কখনো দলে কৌশলগত কারণে এ আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। যিনি পর পর দুইবারই বিজয়ী হয়ে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ে সংসদ সদস্য হিসেবে আসীন রয়েছেন।

এদিকে, স্থানীয় নেতাকর্মীদের মল্লযুদ্ধের দ্বন্দ্বে সোনারগাঁয়ে আওয়ামীলীগ ঝিমিয়ে পড়েছিল। শনিবার ৩ সেপ্টেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আবারো সকল নেতাকর্মীরা উজ্জীবীত হয়ে উঠেছে। এতে অংশগ্রহন করেছিল উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যরা।

এসময় কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে শুভেচ্ছা বক্তব্যকালেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম ভূইয়া বলেছেন, সোনারগাঁয়ে যেন এবার আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। কোনভাবেই আর যেন জাতীয় পার্টির সংসদ সদস্য না হতে পারে। তিনি বলেন, আমাদের জোরালো দাবী একটাই আমরা অনেক ত্যাগ স্বিকার করেছি। আমাদের অনেক ভুল আছে। সামনের দিনগুলো আমরা সংশোধন হতে চাই। আগামী নির্বাচনে নৌকা প্রতীকের জন্য আওয়ামীলীগের মনোনয়ন চাই।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভী বলেন, সোনারগাঁয়ে কি এমন হয়েছে যে বার বার এখানে জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হবে। নারায়ণগঞ্জে না হয় কারণ ছিল যে জোহা কাকারে দিতে হবে। কিন্তু সোনারগাঁয়ে যার নাম ছিল না, নিশানা ছিল না তাকে কেন দিতে হবে। সোনারগাঁয়ের আওয়ামী লীগের নেতারা মাথা তুলে দাঁড়াতে পারে না নারায়ণগঞ্জের হস্তক্ষেপের কারণে। এখন অনেকেই অমুক ভাই তমুক ভাইয়ের নামে স্লোগান দেয়। কিন্তু ক্ষমতা না থাকলে আর কেউ থাকে না। সব ভাই ভেসে যাবেন শেখ হাসিনা না থাকলে। তাই স্লোগান দিতে হবে শেখ হাসিনার নামে। এভাবেই দলের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সামনে জাতীয় পাটির স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ একই মঞ্চে উপস্থিত হওয়া সংসদ সদস্য শামীম ওসমানকে ঈঙ্গিত করেও বক্তব্য উপস্থাপন করেন সেলিনা হায়াৎ আইভী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবিউল্লাহ হিরু, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ স্থানীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত