খেলবে নারায়ণগঞ্জ বিএনপি !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : খেলা হবে, খেলা হবে। বিএনপির শনি আছে, খেলতে প্রস্তুত আছি। কবে খেলবেন ডেট দেন। বিএনপিকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও এমপি শামীম ওসমানের খেলা প্রসঙ্গে বিএনপি নেতারা তাদের প্রতিক্রিয়া ব্যক্তয় করেছেন। তবে শামীম ওসমানের সাথে খেলতে অনেকটাই অনাগ্রহ বিএনপি নেতাদের। কেউ বলছেন খেলা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আবার কেউ প্রশ্ন রেখেছেন কোন খেলা খেলতে চান শামীম ওসমান? তারা বলছেন, আপাতত সাংগঠনকিভাবে দলকে শক্তিশালী করতেই মাঠে কাজ করছে দলটি। এসব খেলা টেলা নিয়ে মোটেও মাথা ব্যাথা নেই।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব বলেন মামুন মাহমুদ বলেন, যে খেলা নিয়ে উনি (শামীম ওসমান) বক্তব্য দেন, আপনাদের মাধ্যমে জানতে চাই তিনি কিসের খেলার কথা বোঝাতে চাচ্ছেন। সেটা আগে জানতে চাই। এটা কি মল্ল যুদ্ধ নাকি কথার কথা বলার জন্য বলেন। মানুষকে আকৃষ্ট করার জন্য বলেন। নাকি মুদ্রা দোষ। আর যদি রাজনৈতিক খেলা হয়ে থাকে। তার জন্য তো আমরা রাজনীতির মাঠে আছি। সংগঠন গোচাচ্ছি। আমরা চাচ্ছি লেভেল প্লেংয়িং ফিল্ড ঠিক করতে। উনি খেলতে তো চান। আমরা নির্বাচনের মধ্য দিয়ে খেলবো। তবে দিনের ভোটে খেলবো। রাতের ভোটে নয়।উনি খেলতে আসুক দিনের ভোটে খেলবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন, রাজনৈতিক কোন খেলা হয় না। শনিবার সমাবেশে যেটা খেলেছেন ওই খেলা তো উনাদের ভাই বোনের খেলা। সে শোডাউন করে শক্তি প্রদর্শন করেছেন। সে তো ওইদিন জনগনের পক্ষে কোন কথা বলেনি। দ্রব্যমূল্য নিয়ে কথা বলে নাই। আমার শ্রদ্ধেয় বড় শামীম ওসমানের মুখে এসব কথা মানায় না। উনি যে খেলার কথা বলছেন। উনি আপাতত ওয়ার্ম আপ করতে থাকুক। উনার সাথে জাতীয় নির্বাচনে খেলা হবে। আর এসময়ের মধ্যে যে ফাউল করে যেন লাল কার্ড না খায়। তাহলে মাঠের বাহিরে চলে যেতে হবে। সে বিএনপি কে পাত্তাই দিতে চায় না। অথচ এরআগে তার আসনে আমাদের বিএনপি নেতার কাছে ২০০১ এর নির্বাচনে পরাজিত বরণ করেছেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেন, স্থানীয় কোন নেতার বিষয়ে আমরা মাথা ঘামাই না। আমরা বিএনপি জাতীয় ইস্যু নিয়েই আছি। যে বলেছে, সে আওয়ামীলীগেরও কোন পদে নাই। আগে ছিল ফতুল্লায়। তাও বাতিল করেছে। তাই তার বিষয়ে মাথায় নেয়ার মত কিছু দেখিনা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, উনিতো বলতেই পারে। আমি বলবো এক যুগ ধরে আমরা তো খেলছিই। কিন্তু মাঠে আওয়ামীলীগ পাচ্ছিনা। শেখ হাসিনার সাথে খেলছি। পুলিশের সাথে খেলছি। একাই খেলছি আমরা। জনগনের জন্য আমরা আন্দোলন করছি। আমাদের নেত্রীর নির্দেশে ও নেতা তারেক রহমানের নেতৃত্বে মাঠে আছি। এটা হয়তো আমাদেরকে উস্কানী দেয়ার জন্যই বলা হচ্ছে। যেন আমরা রাজপথে নেমে কোন বিশৃঙ্খলার অভিযোগে দায়ভারে জড়িয়ে পড়ি। তাই আমরা শামীম ওসমান কি বলছে, খেলা টেলা নিয়ে নাই। আমরা দল গুছানো নিয়েই আছি। আওয়ামীলীগের কারো কোন বক্তব্য নিয়ে আমরা মাথা ঘামাচ্ছিনা।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা সুযোগ নিতে চান, খেলতে চান। আপনারা খেলবেন আমাদের সাথে, কবে খেলবেন বলেন। আমরাও খেলতে চাই। আপনারা ধ্বংসের পক্ষে, আমরা খেলবো ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন সাম্প্রদায়ীকতার ক্ষেত্রে, আমরা খেলবো অসাম্প্রদায়ীকতার ক্ষেত্রে। ডেট দিন করে খেলবেন।

তিনি বলেন, সারা বাংলাদেশে ঝামেলা করার দরকার কী? আসুন নারায়ণগঞ্জে খেলি। তারেক রহমান সাহেবের নির্দেশে খেলছেন। সাহেব বলছি, যদি আবার ওপর থেকে মারেন। মুসলমান একবার মরে, দুইবার মরে না। আমার সত্যি খালেদা জিয়ার জন্য কষ্ট লাগে। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করি। শেখ হাসিনা বলেছিলেন, মানুষ অসুস্থ হলে সে যদি শত্রুও হয়, তার জন্য দোয়া করবে। লন্ডন থেকে নির্দেশ আসছে, আপনারা বাংলাদেশে বসে লাফাচ্ছেন। শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ২নং রেলগেট আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।

add-content

আরও খবর

পঠিত