ফতুল্লায় উচ্ছেদ হওয়া মাদক স্পটের কাছেই ৬৮৫ পিস ফেন্সিডিল উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবদেক) : ফতুল্লায় পুলিশের অভিযানে উচ্ছেদ হওয়া চিহ্নিত মাদক স্পট চাঁনমারী এলাকার সামনেই বস্তায় ভর্তি ভারতের বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন কায়েমপুর এলাকায় স্থানীয়দের সহযোগীতায় একটি পিকআপ ভ্যানে এ নিষিদ্ধ মাদকদ্রব্য পাওয়া যায়। এসময় ৬৮৫ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও পিকআপভ্যান জব্দসহ চালক মনিরকে (২৪) গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ঢাকা মেট্রো: ন-২১-৪৭৩৬ পিকআপভ্যানের চালক মনির কুমিল্লা থেকে এসেছে। বিকালে গাড়িটি কায়েমপুর এলাকায় প্রবেশ করলে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন চালককে জিজ্ঞাসা করলে পিকআপ ভ্যানটি চালিয়ে একটি কালভার্টে উঠেয়ে দেয়। তারপর স্থানীয়রা আটক করলে পুলিশ এসে চালককে আটক করে ফেন্সিডিল ও গাড়িটি জব্দ করে নিয়ে যায়। তবে তার সাথে আর কারা জড়িত কিংবা কার কাছে এসব মাদক আনা হয়েছিল জানা যায়নি।

এদিকে এসব বিষয়ে তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু।তিনি বলেন, বিশ্বিস্ত সুত্রে একটি পিকআপভ্যান সহ ভারতের তৈরী ৬৮৫ পিস ফেন্সিডিল উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, মাদকের এই চালানটা কুমিল্লা থেকে এসেছে। প্রথমে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আমাদের পুলিশ ট্রাকটিকে ফলো করে। পরে  পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে বটতলা দিয়ে গাড়ি ঢুকিয়ে দেয়। পরে তাকে কায়েমপুর থেকে আটক করি। এই মাদক কারবারির সাথে আরও যারা জড়িত আছে তদন্ত করে বলা যাবে। এ ঘটনায় মাদকের নিয়মিত আইনে মামলা হবে।

add-content

আরও খবর

পঠিত