নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং ওজনে কারচুপি করায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুববার (১০ আগস্ট) কুতুবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। অভিযানে জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
তিনি জানান, সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর এলাকায় আমিন স্কোয়ার বিডি লিমিটেডকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।