বঙ্গমাতার জন্ম বার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চাষাঢ়া বালুর মাঠ এলাকার একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় বঙ্গবন্ধু পরিবার সহ ওসমান পরিবারের জন্য বিশেষ দোয়া শেষে সকলকে নেওয়াজ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি মো. জুয়েল হোসেন বলেন, এ.কে.এম শামীম ওসামেন নেতৃত্বে আমরা রাজনীতি করি।  প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমার স্বেচ্ছাসেবক লীগে কোন ভূমিদস্যু নাই, কোন মাদক সেবী নাই এমনকি কাউকে অত্যাচার করে না, যদি দেখাতে পারেন তাহলে আজকে থেকে আওয়ামীলীগের রাজনীতি করবো না। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ইতিহাস শুরু করলে আজকে সময় পার হয়ে যাবে কিন্তু তার ইতিহাস বলা শেষ হবে না, বঙ্গবন্ধু হবার পিছেন তার অবদান ছিলো অনেক।

আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল ইসলাম মহাসিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন আজ। যিনি সারাজীবন চলেছেন সাধাসিধেভাবে। নিজের চেয়ে পরিবারের কথা ভেবেছেন বেশি। বঙ্গবন্ধুর জীবনসঙ্গী হিসেবে সংগঠনের কথাও ভাবতে হয়েছে যাকে।

মহাসিন আরো বলেন, জুয়েল ভাইয়ের নেতৃত্বে আমরা নারায়নগঞ্জে নেতৃত্ব শিখেছি। সংগঠনের দায়িত্ব পালন করেছি। আমি কোন পদ বা পদবী চাই না। বিগত সময়ে যারা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব দিয়েছেন কি তাদের পরিচিয় ছিলো তা জানতে চাই। তাদের কোন পরিচয় নাই জুয়েল ভাইয়ের নেতৃত্ব ছাড়া। আমাদের আদর্শ জননেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে রাজনীতি সংগ্রাম করতে শিখেছি। যেটা কখনো নষ্ট হতে দিবো না।

add-content

আরও খবর

পঠিত