নারায়ণগঞ্জে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ভ্রাম্যমান প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অভিযানে দ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬৪ কেজি গাঁজা ২ বোতল ফেন্সিডিল ও ১৩৪ ক্যান বিয়ার। ৭ আগস্ট রবিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ার একটি  পরিত্যক্ত জায়গায় ওই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের  নির্দেশে ও সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  কাজী মোহাম্মদ মোহসেনের উপস্থিতিতে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, নারায়ণগঞ্জ জেলা কোর্ট  পুলিশের পরিদর্শক আসাদুজ্জামানসহ প্রমুখ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা জানান, নারায়ণগঞ্জের  রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লা থানায় বিভিন্ন সময়ে পরিচালিত মাদকদ্রব্য বিরুদ্ধে অভিযানে ওইসব মাদক উদ্ধার  করা হয়েছিল।

add-content

আরও খবর

পঠিত