নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফুল ইসলাম মহাসিন বলেছেন, আমাদের কোন পদ-পদবী থাকুক বা না থাকুক নিজেদেরকে রাজপথে রেখেছিলাম ও আছি এবং থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ.কে.এম শামীম ওসমানের নেতৃত্ব ছাত্রলীগে থাকাকালীন সকল কর্মসূচিতে যেমনি ছিলাম, আগামীতেও থাকবো। ৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় চাষাড়া বালুর মাঠ এলাকার একটি রেষ্টুরেন্টে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জৈষ্ঠ পুত্র, বীর মুক্তিযুদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সভার সভাপতিত্ব করেন মারুফুল ইসলাম মহাসিন।তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজপথ থেকে সরে দাঁড়াই নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই। শামীম ভাইয়ের দিক নির্দেশনায় নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি।এরআগেও কর্মী হয়ে কাজ করেছি। তাই উনার আস্থাভাজন জুয়েল ভাইয়ের সুষ্ঠু নেতৃ্ত্বে ছোট কর্মী হিসেবে স্বেচ্ছাসেবক লীগকে উন্নয়ন, সেবা ও সংগঠনের মডেল হিসেবে কাজ করে পাশে থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাত্তার হোসেন, মো. জালাল হোসেন, রোমান আহমেদ, রিয়াদ জামাল জনি, রানা, শাহীন, টিটু সাহা, মো. সেন্টু, মো. পলাশ খান, সিরাজুল ইসলাম সিরাজ সহ প্রমুখ।