শেখ কামালের প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ । ৫ আগস্ট শুক্রবার সকালে ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান সহ জেলার অন্যান্য কর্মকর্তাগণ।

add-content

আরও খবর

পঠিত