নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাাদক এড. খোকন সাহা বলেছেন, বিএনপির নেতারা বলেন বাংলাদেশ শ্রীলংকা হবে। ওই মির্জা ফখরুল দিবা স্বপ্ন দেখছেন। শ্রীলংকা প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট এক নয়। আপনাদের কোন ষড়যন্ত্র আগেও টিকে নাই। এবারও টিকবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবিত থাকলে সকল ষড়যন্ত্র ধুলিস্যাৎ করে দিবে। ৩ আগস্ট বুধবার সন্ধ্যায় পুরাতন কোর্ট এলাকায় মহানগর তাঁতীলীগের উদ্যোগে শোকাবহ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর তাঁতীলীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি হান্নান আহম্মেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা।
তিনি আরো বলেন, খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রনে আছে। ভারতের চেয়ে অনেক কম দামে কিনে বাংলাদেশের মানুষ। ভারত চাউল কিনে ৭০ টাকায়। আমরা কিনি ৫০ টাকায়। যে তেল আমাদের মানুষ ১২০ টাকায় কিনে, ভারতে সেটা ১৭০ টাকা। সবকিছুই হয়েছে নেত্রীর জন্য। এই শোকবহ মাসে অসহায়দের টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী দিবে। এই পদ্মা সেনদতু নিয়েও অনেক কথা হয়েছে। এখন তা দৃশ্যমান। এখন শুধু একটাই অনুরোধ দেশের বাহিরে যেসব বঙ্গবন্ধুর খুনি রয়েছে তাদের দেশে এনে বিচার সম্পন্ন করা হোক।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের জীবন, মুকুল হোসেন রাসেল, জাহাঙ্গির আলম ডালিম, ১৩ নং ওয়ার্ডের তাঁতী লীগের সভাপতি মো. সাগর সর্দার, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহ্বায়ক লিটন আহম্মেদ, মো. আলাউদ্দিনসহ আরো অনেকেই।