নারায়ণগঞ্জে নবাগত এসপি রাসেল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলায় নবাগত (নতুন) পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন গোলাম মোস্তফা রাসেল ৷ ৩ আগস্ট বুধবার রাষ্ট্রপতির এক আদেশে রাসেলকে নারায়ণগঞ্জ জেলায় বদলি করা হয়৷ তিনি এর আগে মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়৷

প্রসঙ্গত, গোলাম মোস্তফা রাসেল গত বছরের ১৮ মার্চ মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন৷ তিনি ২৪তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় একাধিকবার পিপিএম পদক পেয়েছেন।

এদিকে, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। তিনি (২২তম) ব্যাচ বিসিএস ক্যাডার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে চলতি বছরের ২রা জুন বৃহস্পতিবার অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি লাভ করেন এবং গত ১৩ জুলাই বুধবার ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে জায়েদুল আলমকে পদে পদায়ন করা হয়।

তাছাড়া মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি চাকরি জীবনে রাষ্ট্রপতি পুলিশ পদক ২ বার, আইজি ব্যাজ ৫ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন। এছাড়াও মো. জায়েদুল আলম এর স্ত্রী জেসমিন কেকাও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সের পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন।

add-content

আরও খবর

পঠিত