নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে এক সহযোগীসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ২রা আগস্ট মঙ্গলবার ভোরে তাদেরকে ফতুল্লা থানার পাগলা পশ্চিম রসুলপুর এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো : পাগলা পশ্চিম রসুলপুর এলাকার কালা মিয়ার ছেলে আমির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত অজিত কুমার দাসের পুত্র সুব্রত দাস (৩২)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ শত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার ভোর সকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মাদক ব্যবসায়ী আমির হোসেন ও তার সহযোগী সুব্রত দাসকে মাদক বিক্রয়কালে আটক করে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় গ্রেফতাকৃতদের কাছ থেকে পুলিশ ৪ শত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায়, মাদকসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।