নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ঘুপনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. রুবেল (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। ১ আগস্ট সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে ওই শ্রমিকের মৃত্যু হয়।
এ বিষয়ে নিহত রুবেলের সহকর্মী ইকবাল হোসেন বলেন, দুপুরে নির্মাণাধীন ভবনের ২ তলায় রংয়ের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় রুবেল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। রুবেলের বাড়ি চাঁদপুরে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।