না.গঞ্জ ডিসির নির্দেশে মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ১৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ শহরের দ্বিতীয় বারের মত অভিযান চালিয়ে ১৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজের নির্দেশে ৩১ জুলাই রবিবার নারায়ণগঞ্জের শহরের খানপুর, চাষাড়া রেলস্টেশন ও ২ নং রেল গেইট এলাকায় দিনব্যাপী এই মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।

মাদক বিরোধী এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রাসেল ইসলাম নূর ও কে এম ইশমাম এর নেতৃত্বে র‌্যাব ১১ এর উপ পরিচালক স্কোয়াড্রন লিডার জনাব কে এম মনিরুল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদারসহ র‌্যাব ১১ এর সদস্যবৃন্দ, ফতুল্লা মডেল থানা পুলিশ, আনসার ও ভিডিপি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযানে অংশগ্রহণ করেন।

গ্রেফতারকৃত আসামীদের মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ২ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জানা যায়, মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত