নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় বশির ব্যাপারী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। ২৮ জুলাই বৃহস্পতিবার রাত ১১টায় ধলেশ্বরী নদীর চর আলীরটেকের বাঁশের সাঁকো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বশির ব্যাপারী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি কান্দাপাড়া এলাকার মৃত আমির হোসেন ব্যাপারীর ছেলে। তিনি পুকুর খনন করার ড্রেজার চালাতেন ও মাছ বিক্রি করতেন। এর আগে সন্ধ্যায় ধলেশ্বরী নদীতে মরদেহ ভাসতে দেখে মুক্তারপর নৌ-পুলিকে খবর দেন স্থানীয়রা।
এ ব্যাপারে মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান বলেন, ওই ব্যক্তি গত ৩ দিন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা এলাকা থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় একটি জিডিও হয়েছে। আজ ধলেশ্বরী নদীর আলীরটেক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার হাত-পা বাঁধা ছিল।