বোনকে মারধরের প্রতিবাদ করায় ভাই খুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় বোনকে মারধরের প্রতিবাদ করায় ভগ্নিপতির ছুরিকাঘাতে হাশেম মোল্লা (৫০) নামে বোনের বড় ভাই খুন হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাশেম মোল্লা ওই এলাকার মৃত নূর হোসেনের ছেলে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক আলামিন (২৫)। ঘাতক আলামিন ফতুল্লার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হাশেম মোল্লার ছোট বোন পুস্পাকে ১৫ বৎসর পূর্বে বিয়ে করেন একই এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন। তাদের সংসারে ৩ ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকেই প্রায় সময় স্ত্রীকে নির্যাতন (মারধর) করতেন আল আমিন। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার বিচার সালিশও হয়। কয়েকদিন আগেও তাদের নিয়ে শালিস হয়েছে। এরপরও আল আমিন স্ত্রীকে নির্যাতন (মারধর) করে আসছিলেন।

সর্বশেষ মঙ্গলবার রাতে আল আমিন তার স্ত্রীকে নির্যাতন (মারধর) করছিলেন। বিষয়টি দেখে প্রতিবাদ করেন তার বড় ভাই হাশেম মোল্লা। এতে ক্ষিপ্ত হয়ে ভগ্নিপতি আল আমিন তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এরপর আশপাশের লোকজন হাশেমকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে নিয়ে গেলে প্রাথমকি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতের সে মারা যায়।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, নিহত হাশেম মোল্লার মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

add-content

আরও খবর

পঠিত