নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে বন্ধন পরিবহনের বাসের ভিতর থেকে মো. মোশারফ সরকার নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। ২৩ জুলাই শনিবার বিকালে রাজধানীর গুলিস্তান থেকে ছেড়ে আসা বন্ধন পরিবহনের একটি বাসের সামনের সিটে বসা ছিলেন সাবেক ওই ব্যাংক কর্মকর্তা। বাসটি নারায়ণগঞ্জ টার্মিনালে এসে পৌঁছালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় । পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মৃত মো. মোশারফ সরকার মুন্সীগঞ্জ সদর থানার হোগলাকান্দি এলাকার লোকমান মাস্টারের ছেলে।
এদিকে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, বন্ধন পরিবহনের বাসের সিটে বসেই মারা গেছে। সেই অবস্থাতেই খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর মৃত ব্যক্তির স্বজনরা এসে নিয়ে গেছেন।