নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মে/২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ নির্বাচিত ও পুরস্কৃত করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) কাছ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। এসময় ঢাকা রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।