নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : লাইসেন্স ও কাগজপত্র বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ। ১৯ জুলাই মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরের চাষাড়া ও ২ নং রেল গেইট এলাকায় ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৮টি যানবাহনকে সর্বমোট ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জাহেদ পারভেজ চৌধুরী জানান, শহরের চাষাড়া ও ২ নং রেল গেইট এলাকায় ট্রাফিক চেকপোষ্টে অভিযানে ২টি বাস, ১টি ট্রাক, ১টি পিকআপ, ৬টি মাইক্রো ও ২৮টি মোটরসাইকেলকে জরিমানা আদায় করা হয়। আজকের অভিযানে সর্বমোট ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে লাইসেন্স ও কাগজপত্র বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলবে এবং ট্রাফিকের বিশেষ অভিযান চলমান থাকবে।