নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০১ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজাসহ মো. তাজুল ইসলাম (২৪) এবং মো. ইমরান (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই মঙ্গলবার সকালে সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় নগদ টাকা, ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী মো. তাজুল ইসলাম (২৪) কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন বন্যাকান্দি, সিরাজচর বাজার এলাকার মৃত মোসলেম এর ছেলে এবং মো.ইমরান (২৪) বরিশাল জেলার উজিরপুর থানাধীন বোড়াকোঠা এলাকার মো. আবুল কাশেম এর ছেলে।
১৮ জুলাই মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি (সহকারী পরিচালক) মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামী মো. তাজুল ইসলাম (২৪) এবং মো. ইমরান (২৪) ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা কাভার্ড ভ্যান চালক এবং হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।