নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জের বন্দরে কাশি দেয়া মৃত ব্যক্তি তকদির হোসেন (৫৫) এবার সত্যিই পরলোক গমন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিউন। রবিবার সকালে তিনি নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়নের ইস্পাহানী এলাকার ফকির বাড়িতে মারা যান। তিনি গার্মেন্টসের ঝুট কাপড় ও তুলা ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। গত ১৭ ডিসেম্বর তকদির হোসেন ইন্তেকাল করেছেন বলে এলাকায় মাইকে প্রচার করা হয় তার শোক সংবাদ। খোঁড়া হয় কবর। কাফনের কাপড়ও প্রস্তুত করা হয়। জানাজার সব আয়োজন সম্পন্ন করা হয়। পরে গোসলের সময় নড়েচড়ে কাশি দেন মৃত! হিসেবে প্রচারিত তকদির হোসেন (৫৫)। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। “কাশি দিলেন মৃত ব্যক্তি” এ ধরনের সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ১৭ দিন আগে কাশি দিয়ে জেগে উঠা মৃত ব্যক্তি তকদির হোসেন এবার আর নড়েচড়ে কাশি দিলেন না, সত্যি সত্যি চলে গেলেন না ফেরার দেশে। গতকাল রোববার বন্দরের ইস্পাহানী কবরস্থানে তাকে দাফন করা হয়। ধামগড় ইউপির সাবেক মেম্বার কামরুজ্জামান বাবুল নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানান, গত ১৭ ডিসেম্বর হৃদষ্পন্দন বন্ধ হয়ে গেলে তকদির হোসেন মারা গেছেন বলে মাইকে প্রচার করা হয়। লাশ হিসেবে তকদির হোসেনকে ঘর থেকে বের করে মসজিদের লাশবাহী খাটে শুইয়ে রাখা হয়। বাড়িতে চলে মরা কান্না। কবর খোঁড়া হয়। কাফনের কাপড় কাটা হয়। দুপুরে একই এলাকায় অন্য এক ব্যক্তির জানাজায় প্রচার করা হয় তকদির হোসেনের মারা যাওয়ার খবর। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তকদির হোসেনকে লাশ হিসেবে গোসল করাতে নেয়া হয়। শরীরে গরম পানি দেয়ার সময় নড়েচড়ে উঠেন তকদির হোসেন। পর পর ৩টি কাশি দেন। এ ঘটনায় উপস্থিত সবাই হতবাক হয়ে যান।