নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদিয়া বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা সুমাইয়া মাহিমা খাতুন (২২) নামে এক ছাত্রী নিহত হয়েছেন। সেই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন।
১৫ জুলাই শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও ৪ জন আহত হয়েছেন। আহতরা হলো : মোহাম্মদ আনান (২২), সাইদুল ইসলাম (২২) মো. রাহাত (২২), মো. হাবিব (২২)। নিহত সুমাইয়া মাহিমা খাতুন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মাহফুজ আহমেদের মেয়ে। সে ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, একটি সাদা প্রাইভেটকারে করে ৫ জন শিক্ষার্থী চট্টগ্রাম লেন হয়ে মেঘনার দিকে যাচ্ছিল। তাদের গাড়িটি দড়িকান্দি এলাকায় ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী লেনের সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ঘে প্রাইভেটকারের ৫ শিক্ষার্থী আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সুমাইয়া মাহিমা খাতুনের মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।