ট্রাফিক ইন্সপেক্টর পরিচয়ে চাঁদাবাজি, র‌্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পরিচয় দিয়ে চাঁদাবাজিকালে রুবেল আহমেদ (৩৬) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১ সিপিসি-৩। ১১ জুলাই সোমবার বিকাল সোয়া ৫টার দিকে র‌্যাব-১, সিপিসি-৩,পূর্বাচল ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার পূর্বাচল উপশহরস্থ কাঞ্চন টু কুড়িল বিশ্বরোডগামী ৩০০ ফুট রোডের ৬ নং ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল আহমেদ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পিকা বাগানবাড়ি এলাকার মৃত আব্দুল হালিম আহমেদের ছেলে। বর্তমানে রূপগঞ্জ উপজেলার কুশাব তেতুল তলা রকিবের বাড়িতে ভাড়া থাকেন।

রূপগঞ্জ থানায় এজাহারসূত্রে জানা যায়, সোমবার বিকালে  র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার ছমু মার্কেট এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পূর্বাচল উপশহরস্থ কাঞ্চন টু কুড়িল বিশ্বরোডগামী ৩০০ফুট রোডের ৬ নং ব্রীজের উপর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পরিচয় দিয়ে এক ব্যক্তি রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র চেক করছে এবং চালকদের নানা ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছলে ট্রাফিক পুলিশের টিআই পরিচয় দেয়া রুবেল পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সাথে ধস্তা-ধস্তি করে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এসময় রুবেল আহমেদের কাছ থেকে উদ্ধার করা হয় নেভী-ব্লু রংয়ের একটি টুপি যার সামনে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম ও পিছনে ইংরেজিতে পুলিশ লেখা আছে, নীল রংয়ের একটি লেজার লাইট, দুটি স্মার্ট ও ১টি বাটন মোবাইল ফোন, ব্রাক ব্যাংকের রুবেল আহমেদ নামীয় ১টি ভিসা কার্ড, নগদ টাকাসহ একটি মোটর সাইকেল। পরে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত