স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের বিয়ের ৮ মাসের মাথায় স্ত্রীর হিরা মনি (১৮) এর সঙ্গে অভিমান করে স্বামী সাগর হাওলাদার (২০) আত্মহত্যা করেছে । ৮ জুলাই শুক্রবার স্ত্রী সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরেই আত্নহত্যা করেন তিনি। শুক্রবার বিকালে ফতুল্লার লালপুরস্থ  (আমতলা) কামরুজ্জামানের বাড়ীর দ্বিতীয় তলা থেকে গলায় ফাঁস লাগানো নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাগর হাওলাদার ফতুল্লার লালপুরের কামরুজ্জামানের বাড়ীর ভাড়াটিয়া এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ গ্রামের দুধল মৌ নামক গ্রামের মো. মোস্তফা হাওলাদারের পুত্র।

মুঠোফোনে নিহতের এক নিকটাত্মীয় জানায়, প্রেম করে ৭ থেকে ৮ মাস পূর্বে  সাগর হাওলাদার তার প্রেমিকা হিরা মনিকে নিয়ে ফতুল্লায়  পালিয়ে এসে পরিবারের অসম্মতিতে বিয়ে করে। এবং লালপুর এলাকাতেই বসবাস শুরু করে। পরিবারের কারোর সাথে কোন প্রকার যোগাযোগ ছিলো না।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়, শুক্রবার সকাল ১১ টার দিকে স্ত্রী হিরা মনির সাথে কোন এক বিষয় নিয়ে স্বামী সাগর হাওলাদারের কথা কাটাকাটি হয়। এতে স্ত্রী হিরা মনি অভিমান করে পাশের চায়ের দোকানে গিয়ে বসে থাকে। সাগর হাওলাদার পরপর ২ বার স্ত্রীর অভিমান ভাঙ্গিয়ে চায়ের দোকানে গিয়ে বাসায় নিয়ে আসতে চাইলেও স্ত্রী ২ বারই তাকে ফিরিয়ে দিয়ে বাসায় না গিয়ে দোকানেই বসে থাকে। বেলা সাড়ে ১২ টার দিকে স্ত্রী বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ীর মালিককে ডেকে নিয়ে আসে। বাড়ীর মালিক ঘরের ভ্যান্টিলেটর ভেঙ্গে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো সাগর হাওলাদারের ঝুলন্ত দেহ। পুলিশ সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। নিহত সাগরের গ্রামের বাড়ীতে সংবাদ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত