ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায় প্রধান জামাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায় এবং সকাল সাড়ে ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে । ঈদ জামাতকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আজ ৮ জুলাই শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মহিউদ্দিন।

তিনি জানান, পবিত্র ঈদ উল আজহার প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় এবং একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

এদিকে প্রধান জামাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া জেলা জুড়ে বিভিন্ন মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে ৯ টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত