বাড়ি নেওয়ার পথেই বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল কোরবানির গরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ি নেয়ার পথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ক্রয় করা একটি কোরবানির গরু। জুলাই বুধবার সন্ধ্যায় আদমজী কোমল বাসস্ট্যান্ডে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে গরুটির স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে কোরবানির জন্য কেনা পশুটি মারা যায়। গরুটি সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর নামের একটি হাট থেকে ১ লাখ টাকায় গরুটি ক্রয় করেছিলেন মোহাম্মদ আজিম নামের এক ক্রেতা। ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নারায়ণগঞ্জকে দায়ী করে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ক্রেতা।

ব্যাপারে সিদ্ধিরগঞ্জের নতুন বাজার সড়কের বাসিন্দা মোহাম্মদ আজিম বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে আইয়ুব নগর হাট থেকে লাখ টাকায় তিনি গরুটি ক্রয় করেন। সঙ্গে হাজার টাকা হাসিল দেন। গরুটি বাড়িতে নিয়ে যাওয়ার পথেই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ওই ক্রেতা বলেন, আমার জানা ছিল না খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে আছে। খুঁটির সঙ্গে স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে আমার গরুটি মারা যায়। দীর্ঘদিন ধরেই নাকি খুঁটিতে বৈদ্যুতিক সমস্যা রয়েছে। আমার অনেক ক্ষতি হয়ে গেলো। তবে ডিপিডিসির এই গাফিলতিতে আর যেন কারও ক্ষতি না হয় সেজন্য আমি থানায় অভিযোগ করবো।

এদিকে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগর হাটের ইজারাদার কবির হোসেন বলেন, গরুটি আমার হাট থেকে লাখ টাকায় বিক্রি হয়েছে। বাড়ি নেওয়ার পথে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর শুনেছি। ঘটনায় আমি খুব মর্মাহত।

add-content

আরও খবর

পঠিত