নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে ফতুল্লার লালখা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মো. সায়েম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা আহমেদ আলী জানান, আমার ভাতিজা মাদরাসা থেকে বাসায় ফেরার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার সোনামুখী গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।