নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজ ঘটনার ২ দিন পর অবশেষে হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের হাফসা ইসলাম রিসতি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ প্রেমিক শুভ (২২) নামে এক যুবককে আটক করেছে।
গত ২৮শে জুন মঙ্গলবার বেলা ১১টায় ফতুল্লা থানার বক্তাবলি এলাকা থেকে নিখোঁজ পরিক্ষার্থীকে উদ্ধারসহ ওই যুবকে আটক করা হয়। আটককৃত প্রেমিক শুভ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকার মোতালিব মিয়ার ছেলে। এর আগে গত ২৬ জুন বেলা সাড়ে ১১টায় পড়ার উদ্দেশ্যে ১নং মাধবপাশাস্থ তার নিজ বাড়ি থেকে বের হয়ে ওই পরীক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ ঘটনার ওই দিন রিসতি পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। এ ঘটনায় নিখোঁজ স্কুল ছাত্রী পিতা গাফ্ফার মিয়া বাদী হয়ে প্রেমিক শুভসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৫(৬)২২। পুলিশ গ্রেপ্তারকৃত প্রেমিক শুভকে ওই মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।
এলাকাবাসী গণমাধ্যমকে জানিয়েছে, নিখোঁজ পরীক্ষার্থী রিসতিকে উদ্ধারের পর থানার বাহিরে দুইপক্ষ এক সমঝোতার বৈঠক বসে। সমঝোতার বৈঠকে নিখোঁজ পরীক্ষার্থী পিতা গাফ্ফারসহ তাদের আত্মীয় স্বজনরা প্রেমিক শুভ পিতা মাতার নিকট ক্ষতিপূরন বাবদ ৫ লাখ টাকা দাবি করে। ৫ লাখ টাকা দিলে তারা মামলা করবে না। পরে ছেলে পক্ষ থেকে ক্ষতিপূরন বাবদ ১ লাখ টাকা মেয়ে পক্ষকে দিবে বলে জানায়। এই টাকা আদান প্রদান নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। এ ঘটনায় নিখোঁজ পরিক্ষার্থী পিতা বাদী হয়ে আটককৃত প্রেমিক শুভসহ নিরিহ আরো দিন মজুরকে আসামী করে বন্দর থানায় মিথ্যা অপহরণের মামলা দায়ের করেন।
এ ব্যাপারে উদ্ধার হওয়া এসএসসি পরীক্ষার্থী যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, শুভ আমাকে অপহরণ করেনি। আমি শুভকে ভালোবাসি। আগামী শুক্রবার আমার পিতা মাতা আমার বিয়ে ঠিক করেছে। গত ২৪ জুন আমি শুভকে ফোন করে বিদেশ থেকে বিয়ে করার জন্য দেশে আনি। পরে ২৬ জুন পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আমি শুভকে নিয়ে পালিয়ে যাই।