কলেজ রোড থেকে ফেনসিডিলসহ শুভ ভূঁইয়া গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. সাঈদ বিজয় ভূঁইয়া ওরফে শুভ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা। ২৯ জুন বুধবার ফতুল্লা থানাধীন কলেজ রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের আল্লামা ইকবাল রোডস্থ (কলেজ রোড) ২৩ নং ফিরোজ এন্ড সাত্তার মঞ্জিলের বাসিন্দা। অভিযানকালে তার দেহ ও ঘর তল্লাশী করে কাটের আলমারি থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

৩০ জুন বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক বীণা রানী দাস পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত মো. সাঈদ বিজয় ভূঁইয়া ওরফে শুভ কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন আল্লামা ইকবাল রোড (কলেজ রোড) এলাকায় ফিরোজ এন্ড সাত্তার মঞ্জিলে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ২৯ জুন বুধবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ ও ঘর তল্লাশী করে কাটের আলমারি থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাঈদ স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত