কলম যোদ্ধা সাংবাদিকদের মাধ্যমেই এগুবে দেশ : ওসি আনিচুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইটের মাধ্যমে গ্লোবাল টেলিভিশনের সম্প্রচার উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে কেক কেটে এর শুভ সুচনা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধায় চাষাড়ায় সাংবাদিক সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো.মনিরুল আলমের সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত লিংকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিচুর রহমান মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আনিচুর রহমান মোল্লা বলেন, আমাদের প্রত্যেকের দেশের জন্য দায়িত্ব রয়েছে। অপরাধ সংগটিত হলেই সাংবাদিকরা মানুষের উপকারের জন্যই জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে কাজ করে যান। দেশ ও জাতির উন্নয়নে কাজ করেন বিধায় আপনাদের আমরা সকলেই মূল্যায়ন করি। সাংবাদিকরা কলম যোদ্ধা। আপনাদের লেখনির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। আমিও আপনাদের সহযাগীতা নিয়ে আমার থানাবর্তী এলাকায় সকল অপরাধ নির্মূল করে সামনে এগিয়ে যেতে চাই।

এছাড়াও উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহ সাধারণ সম্পাদক এবং রুদ্রবর্তা পত্রিকার সম্পাদক মো.শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক এবং আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, দপ্তর সম্পাদক এবং অগ্রবানী পত্রিকার নির্বাহী সম্পাদক রাশিদ চৌধুরী, ক্রিড়া সম্পাদক এবং দেশ পত্রিকার ফতুল্লা প্রতিনিধি রবিউল ইসলাম, কার্য নির্বাহী সদস্য এবং এশিয়ান টিভি অনুসন্ধানী টিমের সহকারী ইনর্চাজ আসলাম মিয়া, সাবেক সহ সভাপতি এবং দৈনিক অগ্রবানী প্রতিদিনের নির্বাহী সম্পাদক উত্তম সাহা, আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মো. অপু রহমান, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি আলি হোসেন, সদস্য এবং সংবাদ নারায়ণগঞ্জের ব্যবস্থাপনা সম্পাদক মো.আকবর হোসেন, ভোরের সমাচারের ফটো সাংবাদিক মো.জুয়েল, আনন্দ টিভির ক্যামেরাম্যান সাব্বির, গ্লোবাল টিভির ক্যামেরাম্যান রাব্বিসহ অন্যান্য সাংবাদিকগণ।

add-content

আরও খবর

পঠিত