বিশাল রান করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিলো নীট কনসার্ণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : দিনের শুরুটা ভালো ছিল না নীট কনসার্নের জন্য। সময় গড়াতেই প্রতিকূলকে নিজেদের অনুকূলে নিয়ে প্রিমিয়ারের শিরোপা নিজেদের ঘরেই রেখে দিল তারা। ২৮ জুন মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লীগের ৩৬ নম্বর ম্যাচটি ছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। ১০৩ রানের বড় ব্যবধানে জিতে নীট কনসার্ন। গতবারের চ্যাম্পিয়ন নীট কনসার্ন ক্রিকেট একাডেমী ও রানার্স আপ নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী একে অপরের মোকাবেলায় মাঠে নামে। ফাইনালে একতরফা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো নীট কনসার্ন ক্রিকেট একাডেমী।

মঙ্গলবার সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নীট কনসার্ন অধিনায়ক তৈয়বুর রহমান পারভেজ। মাইদুল ইসলাম অঙ্কনের দৃঢ়তায় তারা ৫০ ওভারে তোলে ১৮৮ রান। ওপেনার আব্দুল কাদির সজল ফিরেছেন ১ ছয় ও ৩ চারে ৩০ রানে। মাইদুল ইসলাম অঙ্কন ৩ ছয় ও ২ চারে আউট হন ৫৯ রানে। ফয়সাল সরকার ১ ছয়ে ১৭ রানে ফিরেন। টেলএন্ডে পিয়াস ও অলিউল্লাহ দৃঢ়তা দেখান। পিয়াস ২ ছয়ে করেন ৩৪ রান। অলিউল্লাহ ২ চারে ফিরেন ২০ রানে। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীররাব্বি ও সাগর ৩টি করে উইকেট পান। জবাব দিতে গিয়ে নীট কনসার্ন স্পিন ঘূর্ণিত কাবু হয়ে পড়ে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী। দলের কোন ব্যাটসম্যানই স্বাভাবিক খেলা খেলতে পারেননি। নীট কনসার্নের বোলারদের চাতুরতায় তারা সহজেই হার মানে। জহির ১৫ রান করেন ১ ছক্কায়। ১১ রান করে আউট হন রইচ ও তারিক। রাফসান ১ ছয়ে আউট হন ১৯ রানে। নীট কনসার্নের নাজমুল অপু পান ৪ উইকেট। অলিউল্লাহ ও শরীফ পান ২টি করে উইকেট। এই ম্যাচের মধ্য দিয়ে প্রিমিয়ার ডিভিশন ২০২১-২২ মওশুমের খেলা শেষ হলো।

সংক্ষিপ্ত স্কোর :

নীট কনসার্ন ক্রিকেট একাডেমী : ১৮৮/১০ (৫০ ওভার) মাইদুল অঙ্কন ৫৯, পিয়াস ৩৪, সজল ৩০, অলিউল্লাহ ২০, ফয়সাল ১৭। অতিরিক্ত : ৮। রাব্বি ৩/৩৫, সাগর ৩/৩৯।

নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী : ৮৫/১০ (৩২.৩ ওভার) রাফসান ১৯, জহির ১৫, রইচ উদ্দিন ১১, তারিক ১১। অতিরিক্ত : ৮। নাজমুল অপু ৪/২৬, মোহাম্মদ শরীফ ২/১৩, অলিউল্লাহ ২/১৪।

add-content

আরও খবর

পঠিত