নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এ সময়ের মধ্যে যানবাহন চলাচল করেছে ৫১ হাজার ৩১৬টি। ২৭ জুন সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এ তথ্য জানিয়েছে।
বাসেক জানায়, ২৬ জুন রবিবার সকাল ৬টা থেকে ২৭ জুন সোমবার সকাল ৬টা পর্যন্ত মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এসব যান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। বিপরীতে জাজিরা প্রান্ত দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। এগুলো থেকে আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।
চলতি বছরে প্রতিদিন পদ্মা সেতু দিয়ে ২৩ হাজার ৯৫৪টি যানবাহন চলাচল করবে বলে পূর্বাভাসে বলা হয়েছিল। কিন্তু গত ১ দিনে এ সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে যায়। যদিও এসব যানবাহনের বেশিরভাগই ছিল মোটরসাইকেল। তবে আজ থেকে ২ চাকার এ বাহনটি চলাচলে নিষেধাজ্ঞা দেয় সেতু বিভাগ। এতে করে আগামী ২৪ ঘণ্টায় প্রকৃত যানবাহনের সংখ্যা গণনা করা সম্ভব হবে।